Protik hasan biography of christopher

  • Protik hasan biography of christopher
  • Protik hasan biography of christopher paul.

    প্রীতম হাসান

    প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক , সঙ্গীতশিল্পী২, মডেল ও অভিনেতা।বেশ কয়েকটি একক সঙ্গীতায়োজনসহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেছেন। তিনি "খোকা" গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

    তিনি ২০২২ সালে সেরা অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেন

    প্রাথমিক জীবন

    [সম্পাদনা]

    প্রীতমের জন্ম ঢাকায়। তার বাবা সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ। তার ভাই সঙ্গীতশিল্পী প্রতীক হাসান।[৩] বর্তমানে তিনি বারিধারা, বসুন্ধরায় পরিবারের সাথেই বসবাস করেন।

    প্রীতম গুলশান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২২ সালের ২৮ অক্টোবর তারিখে তিনি মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন।[৪]

    কর্মজীবন

    [সম্পাদনা]

    প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন, এছাড়াও তাঁর গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। এর বাইরেও তিনি নাটক ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। চলচ্চিত্রে কাজ করেন বুল